ভারতবর্ষ

ভারতবর্ষ

জাগিয়াছে শুভ্ৰ ঊষা–পুণ্য বেদবতী
প্রাচীমঞ্চে, ভারতের উদয়গগনে।
কোন্‌ এক আদি মহাতপস্যার ক্ষণে
বাজিয়াছে আমাদের মঙ্গল আরতি!
মধুমান সূর্য সোম ঢালিয়াছে জ্যোতি
আমাদের নদী গিরি নির্ঝর কাননে,
অৰ্পিয়াছে শান্তি স্বস্তি নিখিলের মনে
আমাদের কাব্য কলা–মোদের ভারতী!
মৃত্যুর সাগর মন্থি অমৃতের তরে
যুগে যুগে ছুটে গেছে মোদের সন্তান!
অসুর-আবাসে ভষ্ম শ্মশানের ’পরে
গেয়েছে তিমিরাতীত আদিত্যের গান!
বিতরি প্রেমের চরু সর্ব চরাচরে
মাগিয়াছে পরাবিদ্যা–চরম কল্যাণ।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *