ময়ূখ চৌধুরী (প্রসাদ রায়)
ময়ূখ চৌধুরী (প্রসাদ রায়) – জন্ম ১৯২৬ অধুনা বাংলাদেশে। কৈশোরেই কলকাতায় আগমন। বাংলার কমিকস জগতে অন্যতম সেরা শিল্পী ময়ূখ চৌধুরী ছিলেন সত্যজিৎ রায়ের বেশ পছন্দের পাত্র। ১৯৬২ সালে তাঁর প্রথম রচনা ছাপা হয় সন্দেশ পত্রিকায়। ১৯৯৬ সালের ৩০ অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়।
- কায়না (6)