প্রভাতকুমার মুখোপাধ্যায়
প্রভাতকুমার মুখোপাধ্যায় – বাংলা কথাসাহিত্যিক। ১৮৭৩ সালের ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ধাত্রী গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৩২ সালের ৫ এপ্রিল কলকাতায় তাঁর মৃত্যু হয়।
তিনি শতাধিক গল্প লিখেছেন। তাঁর প্রধান কয়েকটি গল্পগ্রন্থ: নবকথা (১৮৯৯), ষোড়শী (১৯০৬), গল্পাঞ্জলি (১৯১৩), গল্পবীথি (১৯১৬), পত্রপুষ্প (১৯১৭) ও নূতন বউ (১৯২৯)।
প্রভাতকুমার মোট ১৪টি উপন্যাস রচনা করেছেন। তারমধ্যে রত্নদীপ (১৯১৫) শ্রেষ্ঠ বলে বিবেচিত। এটির নাট্যরূপ ও চিত্ররূপও জনপ্রিয় হয়েছিল। তাঁর অন্যান্য উপন্যাস: রমাসুন্দরী (১৯০৮), নবীন সন্ন্যাসী (১৯১২), জীবনের মূল্য (১৯১৭), সিঁদুর কৌটা (১৯১৯), মনের মানুষ (১৯২২), আরতি (১৯২৭), প্রতিমা (১৯২৮) ও গরীব স্বামী (১৯৩০)। তিনি অভিশাপ (১৯০০) নামে একটি ব্যঙ্গকাব্যও রচনা করেন।