সৈকত রহস্য – অভিরূপ সরকার
দীপ প্রকাশন
রচনাকাল – ১২ জানুয়ারি, ২০২১ — ৯ অক্টোবর ২০২১
প্রথম প্রকাশ – জানুয়ারি, ২০২২
প্রচ্ছদ – সৌম্যদীপ প্রধান
প্রকাশক – শংকর মণ্ডল
.
ছোটন-কে
.
মুখবন্ধ
ভাবতাম, যা দেখেছি, তাই নিয়ে লিখব। অনেকটা স্মৃতিচারণ, অন্যদের কাছে না হলেও, নিজের কাছে। আজকাল পুরোনো ছবিগুলো মনে করে আরাম পাই। পুরোনো বাড়ি, পুরোনো ট্র্যাম-বাস, শহর, রাস্তা। এসব ছবি বড় বড় মানুষরা তাঁদের আত্মজীবনীর মধ্যে ধরে রাখেন, আমার সে সুযোগ নেই। আমি আত্মজীবনী লিখলে লোকে পড়বে কেন?
শেষে একটা মতলব করলাম। মনে হল, একটা থ্রিলার বা হু-ডান-ইট-এর মোড়কে যদি আমার দেখা শহর-মফসসল-চরিত্রগুলোকে পরিবেশন করা যায়, তাহলে হয়তো দু-চারজন পড়লেও পড়ে ফেলতে পারে। এর জন্যে অবশ্য গোয়েন্দা গল্পের টানটা থাকতে হবে। আসল উদ্দেশ্য, যে পরিবেশে গল্পটা তৈরি হচ্ছে, সেই পরিবেশটাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। তবে গল্পটাকে অবহেলা করলে মোটেই চলবে না।
এই হল আমার ডিটেকটিভ গল্প লেখার ইতিহাস। এই নিয়ে পাঁচটা গোয়েন্দা উপন্যাস লিখলাম। আগের উপন্যাসগুলোর মতো বর্তমান উপন্যাসটাও প্রকাশ করে দীপ প্রকাশনের কর্ণধার শংকর মণ্ডল আমার কৃতজ্ঞতাভাজন হলেন।
প্রাথমিক একটা খসড়া পড়ে সুপরামর্শ দিয়েছেন অগ্নিরূপ সরকার, পরন্তপ বসু, পার্থ রায়, মহুয়া সেনগুপ্ত, শ্রীজিৎ মল্লিক, সর্বজিৎ সেনগুপ্ত, সুপ্রিয় সেনগুপ্ত এবং সৌম্যেন্দ্র সিকদার। এঁদের প্রতি আমার ঋণ স্বীকার করছি।
অভিরূপ সরকার
নির্বাসন – শারমিন আঞ্জুম এর বইটা চাই ভাইয়া প্লীজ।আর এবার বাংলাদেশী কিছু সমকালীন লেখকের বই দিন ভাইয়া।