মৃত্তিকার মৃত্যু – অভিরূপ সরকার
দীপ প্রকাশন
রচনাকালঃ ২৮ মে ২০২২ – ১৭ অগস্ট ২০২৩
প্রথম প্রকাশ জানুয়রি ২০২৪
প্রচ্ছদ সুরজিৎ চৌধুরী
প্রকাশক শংকর মণ্ডল
.
আমার মাসতুতো ভাই
শ্রীজিৎ মল্লিককে
যার সঙ্গে ডিটেকটিভ গল্প পড়তে শুরু করেছিলাম
.
ঋণ স্বীকার
এই উপন্যাসের প্রাথমিক খসড়ায় যেসব ফাঁক-ফোকর ছিল, নানা সুজনের পরামর্শে সেগুলি ভরাট করার চেষ্টা করেছি। পাণ্ডুলিপি পড়ে যাঁরা সুপরামর্শ দিয়েছেন তাঁদের তালিকাটি বিরাট, তাই বিশদে জানানোর অবকাশ নেই, তবু তার মধ্যে মহুয়া সেনগুপ্ত এবং অগ্নিরূপ সরকারের কথা না বললেই নয়। সুপরামর্শদাতাদের প্রতি আমার ঋণ অপরিশোধ্য। এবং এত সুপরামর্শ সত্ত্বেও যেসব ত্রুটি রয়ে গেল, তার দায়, বলাই বাহুল্য, আমার নিজের।
টের পাই, ফরাসি ঔপন্যাসিক জর্জ সিমেনো আমাকে অনেক দিন ধরে প্রভাবিত করছেন। সিমেনো যেমন তাঁর ডিটেকটিভ চিফ ইন্সপেক্টার মেগ্রে-র চোখ দিয়ে নিবিড়ভাবে প্যারিস শহর ও তার আশেপাশের গ্রামাঞ্চলকে দেখেন, আমিও তেমনি আমার গোয়েন্দা আদিত্য মজুমদারের চোখ দিয়ে কলকাতা ও তার সংলগ্ন মফস্বলকে দেখবার চেষ্টা করেছি। সিমেনোর যেমন প্যারিস, আমার উপন্যাসগুলির অন্যতম প্রধান চরিত্র কলকাতা। সিমেনোর উপন্যাসগুলির কাছে আমার ঋণের কথা লিপিবদ্ধ থাকুক। পরিশেষে জানাই, এই নিয়ে আমার পাঁচটি গোয়েন্দা-গ্রন্থ প্রকাশ করে দীপ প্রকাশন আমাকে ঋণী করেছেন। এই প্রকাশন সংস্থার আনুকূল্য ছাড়া আমার পক্ষে গোয়েন্দা কাহিনি লিখে যাওয়া সম্ভব হতো না ।
অভিরূপ সরকারের ‘ উওরের বারান্দা ‘ , আর ‘কুমুদিনী বিও নিগম রহস্য’ দেবেন প্লিজ
কুমুদিনী বিও নিগম রহস্য’ , ও উওরের বারান্দা বই দেবেন প্লিজ