দীপকাকু সমগ্ৰ – সুকান্ত গঙ্গোপাধ্যায়
একালের বাংলা রহস্যকাহিনির অন্যতম নায়ক দীপকাকুকে কে না চেনে। যাঁর পোশাকি নাম দীপঙ্কর বাগচী। চেহারায় সাধারণ কিন্তু মেধায় অনন্য। তিনি কোনও শখের গোয়েন্দা নন। প্রফেশনাল গোয়েন্দা। সঙ্গে তাঁর ভাইঝি ক্যারাটে জানা ঝিনুক। এই জুটির রহস্যকাহিনি-সমগ্র এবার দুই মলাটে।
প্রথম সংস্করণ: এপ্ৰিল 2০24
প্রচ্ছদ: সুব্রত চৌধুরী
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
.
শ্রীসোমেন চট্টোপাধ্যায় (খোকনদা)
প্রীতিভাজনেষু
দয়া করে দীপকাকু বইটা শেষ করুন।
Thank you.
Pls upload nil,budho da story of saikat mukherjee.
Thank you for uploading the complete book
দীপকাকু সমগ্র বইটি দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ফন্দিবাজ বন্দি গল্পের অনুচ্ছেদ-৫ এবং ৬ একই আর অনুচ্ছেদ-৮ এবং ৯ একই বিষয় হয়ে গিয়েছে। দয়া করে পরীক্ষা করুন।
ধন্যবাদ, ঠিক করে দেয়া হয়েছে।
অর্পিতা সরকারের নতুন বই চায়। দয়া করে নতুন বই দেবেন।