আনানসি বয়েজ – নিল গেইম্যান
অনুবাদ: মো. ফুয়াদ আল ফিদাহ
প্রকাশক – বিবলিওফাইলের পক্ষে মো. সাব্বির হোসেন বিবলিওফাইল
প্রথম প্রকাশ: আগস্ট, ২০২১
প্রচ্ছদ: সজল চৌধুরী
.
উৎসর্গ
এইসব ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা তো আপনার আছেই! একটা বই তুলে নিলেন হাতে, পাতা উলটে এলেন উৎসর্গে। অন্য সব বারের মতোই দেখতে পেলেন, লেখক সাহেব বইটি উৎসর্গ করেছেন…নাহ, আপনাকে না। অন্য কাউকে!
এবার আর তেমনটা হচ্ছে না।
মানছি আমাদের এখনও দেখা হয়নি। খুবই স্বল্পকালীন পরিচয় আমাদের / একে-অন্যকে খুব পছন্দ করি / বহুদিন সাক্ষাৎ হয় না / কোনো-না-কোনো ভাবে আত্মীয় আমরা / কখনও দেখা হবে না। কিন্তু তারপরও, এত কিছু সত্ত্বেও, আমার বিশ্বাস, একে-অন্যের স্মৃতি আমরা আনন্দের সঙ্গেই চারণ করব।
এই বইটি আপনার জন্য।
কীসের সঙ্গে, তা আপনি জানেন… কেন, সেটাও অজানা নেই নিশ্চয়ই।
.
বি.দ্র.: লেখক এই সুযোগে সম্মানের সঙ্গে ধন্যবাদ জানাতে চান জোরা নিয়েল হার্টসন, থর্ন স্মিথ, পি.জি. উডহাউজ আর ফ্রেডেরিক ‘টেক্স’ অ্যাভারিকে।
.
কৃতজ্ঞতা স্বীকার
শুরু করা যায় ন্যালো হপকিনসনকে বিশাল এক ফুলের তোড়া দিয়ে, যে ক্যারিবিয়ানের সংলাপগুলো সাবধানতার সঙ্গে দেখে দিয়েছে। কোথায় কোথায় শুধরে নিতে হবে—সেটা জানাবার পাশাপাশি, কীভাবে নিতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে। সেই সঙ্গে তোড়া দিতে চাই লেনওয়ার্থ হেনরিকেও, যেদিন আমি গল্প সাজাই সেদিন সে ছিল আমার পাশে; লেখার সময় যার কণ্ঠস্বর শুনতে পেয়েছি মনে (আর তাই, অডিয়ো বুকটা ওর কণ্ঠেই রেকর্ড হচ্ছে শুনে আনন্দে হয়েছিলাম উদ্বেল)।
আমার সাম্প্রতিকতম, প্রাপ্তবয়স্কদের জন্য লিখিত উপন্যাস, আমেরিকান গডস-এর মতো, এই উপন্যাস লেখার সময়ও দুটো অভয়ারণ্য পেয়েছিলাম। লেখা শুরু করি আমি টোরি’র আয়ারল্যান্ডের দ্বিতীয় বাড়িতে, শেষও করি সেখানেই। অতিথির কীভাবে খেয়াল রাখতে হয়, তা মেয়েটা খুব ভালোভাবেই জানে। মাঝখানের অংশটুকু, হারিকেনের কারণে, লিখেছি জেন আর জোনাথনের দ্বিতীয় বাড়িতে বসে, ফ্লোরিডায়। বন্ধুদের মাঝে অতিরিক্ত বাড়িঅলা দুই-চারজন থাকাটা মন্দ না, আর যদি তারা সেই বাড়িতে থাকার অনুমতি দেয়…তাহলে তো সোনায় সোহাগা! এছাড়া লিখেছি স্থানীয় কফি হাউজে বসে। জঘন্য কফি গিলেছি কাপের পর কাপ, প্রমাণ করেছি—অভিজ্ঞতাকে হার মানায় প্রত্যাশা!
রজার ফোর্সডিক আর গ্রায়েম বেকার তাদের সময় ব্যয় করেছে পুলিস, প্রতারণা আর অন্য দেশ থেকে অপরাধী গ্রেফতার সংক্রান্ত চুক্তির ব্যাপারে আমাকে জ্ঞানদান করে। রজার আমাকে ঘুরিয়ে দেখিয়েছে, ডিনার খাইয়েছে আর পাণ্ডুলিপির ওপর নজর বুলিয়েছে। ওর প্রতি আমি চরম কৃতজ্ঞ।
স্যারন স্ট্রিটেলার বইয়ের ওপর সতর্কতার সঙ্গে নজর রেখে নিশ্চিত করেছে—মানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হয়নি, এই ব্যাপারে আমার সব প্রশ্নের জবাবও দিয়েছে মেয়েটা। প্যাম নোল্স ছিল আমার প্রথম পাঠিকা, ওর মন্তব্যগুলো লেখা চালিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে। আরও কিছু মানুষ আছে, যারা তাদের সময়, মনন আর মন্তব্য দিয়ে সাহায্য করেছে আমাকে। যেমন: ওলগা ন্যুনেজ, কলিন গ্রিনল্যান্ড, জর্জিয়া গ্রিলি, অ্যান ববি, পিটার স্ট্রাউব, জন এম. ফোর্ড, অ্যান মারফি, পল কিনকেইড, বিল স্টিটেলার, ড্যান এবং মাইকেল জনসন। যেকোনো মন্তব্য বা তথ্যে ভুল থাকলে তার দায় আমার, ওদের না।
আরও ধন্যবাদ জানাতে হয় এলি ওয়ালি, থিয়া গিলমোরকে; লেকসাইডের লেডিদের, মিস হলি গেইম্যানকে—যখন আমার পরিপক্ব কন্যার দরকার হয়েছে, সে দেখা দিয়েছে; হিল হাউজ, পাবলিশার্সের পিটসকে; মাইকেল মরিসন, লিসা গ্যালাহার, জ্যাক ওম্যাক, জুলিয়া ব্যানন আর ডেভ ম্যাককিন।
জেনিফার ব্রেল, মরো-তে আমার সম্পাদককে ধন্যবাদ। ও আমাকে বুঝিয়েছে: লাঞ্চ খেতে খেতে তাকে শোনানো গল্প একটা উপযুক্ত উপন্যাস হবে, তাও এমন এক সময়ে যখন আমি বুঝতে পারছিলাম না এর পর কী লিখব! এক রাতে যখন ফোন করে ওকে বইয়ের প্রথম এক-তৃতীয়াংশ পড়ে শোনাই, তখন ধৈর্য ধরে বসে শুনেছে। এই কটা গুণের জন্যই ওকে সন্ত- উপাধি দেওয়া উচিত! হেডলাইনের জেন মোরপেট এমন একজন সম্পাদক যাকে একমাত্র খুব ভদ্র ও শান্ত লেখকরাই পুরস্কার হিসেবে পায়! রাইটার্স হাউজের মেরিলি হেইফট্য, এবং ওর সাহায্যকারী জিঞ্জার ক্লার্ক এবং ইউকে তে ডোরি সিমন্ডস, আমার এজেন্টদের ধন্যবাদ। এদেরকে পাশে পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, আর সেটা আমি জানি।
জন লেভিন আমার দুনিয়াটাকে সচল রাখে। আমার সহকারী, লোরেইন, লেখালেখিতে সাহায্য তো করেই, সেই সঙ্গে চা বানানোয় ওর জুড়ি নেই।
মনে হয় না মোটকু চার্লিকে আমি লেখায় ফুটিয়ে তুলতে পারতাম, যদি না আমার একজন দারুণ কিন্তু প্রায়শই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া বাবা এবং একই রকম দারুণ, কিন্তু আমার কারণে প্রায়শই বিব্রত হওয়া ছেলে-মেয়ে না থাকত। পরিবারের জয় হোক।
এবং সবশেষে ধন্যবাদ আপনাদেরকে… যারা আমেরিকান গডস লেখার সময় ছিলেন না—অর্থাৎ, www.neilgaiman.com-এ লেখা জার্নালের পাঠকদের। যখনই আমার কিছু একটা জানার প্রয়োজন হয়েছে, আপনারা জানিয়েছেন; এবং আমার হিসেবে—জানার আছে, এমন সব কিছু সম্মিলিতভাবে যারা জানেন!
–নিল গেইম্যান,
জুন, ২০০৫
আনারসি না আনানসি বয়েজ।বানান টা ঠিক করে নিন।
ধন্যবাদ, ঠিক করে দেয়া হয়েছে।