০৮৫. অম্বিকার স্তব

কোথা মা তারিণি-তারা হও গো সদয়।
দেখা দিয়ে রক্ষা কর মোরে অসময়।।
পতিতপাবনি পাপহারিণি কালিকে।
দীজন-জননি মা জগৎ-পালিকে।।
করুণানয়নে চাহ কাতর কিঙ্করে।
ঠেকিয়াছি ঘোর দায়ে রামের সমরে।।
আর কেহ নাহি মোর ভরসা সংসারে।
শঙ্কর ত্যজিল তাই ডাকি মা তোমারে।।
তুমি দয়াময়ী তারা শুনেছি পুরাণে।
তুমি শক্তি মুক্তি তৃপ্তি ব্যাপ্ত ত্রিভুবনে।।
নামগুণে ব্যক্ত আছ এ তিন ভুবন।
রূপ গুণ অব্যক্ত নাহিক নিরূপণ।।
যে তব শরণ লয় না থাকে আপদ।
প্রমাণ ইন্দ্রের যাতে অমর-সম্পদ।।
আমার নাহিক আর ডাকিবার লোক।
কৃপাবলোকন করি নিবারহ শোক।।
এইরূপে স্তব যদি করিল রাবণ।
আর্দ্র হৈল হৈমবতীর মন উচাটন।।