037.025

তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?
“‘What is the matter with you that ye help not each other?'”

مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
Ma lakum la tanasaroona

YUSUFALI: “‘What is the matter with you that ye help not each other?'”
PICKTHAL: What aileth you that ye help not one another?
SHAKIR: What is the matter with you that you do not help each other?
KHALIFA: “Why do you not help one another?”

২৫। ” তোমাদের কি হলো যে, তোমরা একে অপরের সাহায্য করছো না ? ” ৪০৫০

৪০৫০। কেয়ামতের দিন হবে ব্যক্তিগত দায়-দায়িত্বের দিন। কারও অপরাধের বোঝা অন্য কেহ গ্রহণ করবে না ; সে যত নিকটজন বা প্রিয় হোক না কেন। কেউ কাউকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। কেউ কারও জন্য মধ্যস্ততা করার সাহস পাবে না। কেউ কাউকে সাহায্য করবে না।