026.023

ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
Pharaoh said: “And what is the ‘Lord and Cherisher of the worlds’?”

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ
Qala firAAawnu wama rabbu alAAalameena

YUSUFALI: Pharaoh said: “And what is the ‘Lord and Cherisher of the worlds’?”
PICKTHAL: Pharaoh said: And what is the Lord of the Worlds?
SHAKIR: Firon said: And what is the Lord of the worlds?
KHALIFA: Pharaoh said, “What is the Lord of the universe?”

২৩। ফেরাউন বলেছিলো, ” জগত সমূহের প্রভু ও প্রতিপালক কি ? ” ৩১৫২

৩১৫২। হযরত মুসা ব্যক্তিগত আক্রমণকে প্রতিহত করার পরে এবারে ফেরাউনের যুক্তি ভিন্ন খাতে প্রবাহিত হতে থাকলো। এবারে সে আল্লাহ্‌র কর্তৃত্ব ও করুণা সম্পর্কে যুক্তির অবতারণা করলো। মুসা পূর্বে আল্লাহকে “জগতসমূহের প্রতিপালক” রূপে উপস্থাপন করেছিলেন [ ২৬ : ১৬ ]। এই বক্তব্যকে ফেরাউন বিকৃত করে উত্থাপন করেছে এখানে। আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ ও সর্বক্ষমতার অধিকারী এই ব্যবস্থা মেনে নেওয়া ফেরাউনের পক্ষে ছিলো অসম্ভব। আর এখানেই ছিলো মূল সমস্যা।