শাহ আব্দুল করিম : Tag

সখি কুঞ্জ সাজাও গো

সখি কুঞ্জ সাজাও গো

[youtube]http://www.youtube.com/watch?v=7fQPMRb1LqE[/youtube] সখি কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা...
আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

[youtube]http://www.youtube.com/watch?v=6ivydiO5hdE[/youtube] আসি বলে গেল বন্ধু আইলো না যাইবার কালে সোনা বন্ধ নয়ন তুলে চাইলো না আসবে বলে আসায় রইলাম আশাতে নিরাশা হইলাম বাটাতে পান সাজাই থুইলাম বন্ধু এসে খাইলো না সুজন বন্ধুরে ছাইড়া মনে বড় ব্যথা পাইয়া আমি শুধু তার গান সে...
ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া

ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া

[youtube]http://www.youtube.com/watch?v=fLcAJnH-JU4[/youtube] ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া একদিন তুমি যাইতে হবে এই সমস্ত থইয়া রে পরার ধন লইয়া পরার ঘরে বসত করো পরার অধীন হইয়া আপনি মরিয়া যাইবায় এই ভব ছাড়িয়া রে পরার ধন লইয়া কি ধন লইয়া আইলায়...
তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পরে আমার

তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পরে আমার

[youtube]http://www.youtube.com/watch?v=gkT1u_5BMvo[/youtube] তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পরে আমার আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার চলে গাড়ি হাওয়ার ভরে আজব কল গাড়ির ভিতরে নিজে থেকে চাকা ঘোরে সামনে বাতি জ্বলে তার আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার রত্ন...
আমি এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইলো না আমারে

[youtube]http://www.youtube.com/watch?v=185MPTUlxp8[/youtube] আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইলো না আমারে তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইলো না আমারে সাগরে ভাসাইয়া কুল-মান তোমারে সঁপিয়া দিলাম আমার দেহ-মন-প্রাণ সর্বস্ব ধন...
আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

[youtube]http://www.youtube.com/watch?v=VR01nkAsDc4[/youtube] বন্ধুরে কই পাবো সখি গো সখি আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা সাধে সাধে ঠেকছি ফাঁদে গো সখি দিলাম ষোল আনা আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে...

মনের দুঃখ কার কাছে জানাই

মনের দুঃখ কার কাছে জানাই গরিব কুলে জন্ম আমার আজও তা মনে পরে ছোটবেলা বাস করিতাম ছোট্ট এক কুঁড়ে ঘরে দিন কাটিতো অর্ধাহারে রোগে কোন ঔষধ নাই মনের দুঃখ কার কাছে জানাই মনে ভাবি তাই মনের দুঃখ কার কাছে জানাই এক সঙ্গে জন্ম যাদের ১৩২৮ বাংলায় আনন্দে খেলে তারা ইস্কুলে পড়িতে...

বাউলা গান (যা দিয়েছো তুমি আমায়)

যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ মন মজালে ওরে বাউলা গান ।। কি করে পাবো তোমারে তাই ভাবি...

পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল

পিরীতি করিয়া বন্ধে ছাড়িয়া গেল আগেত জানিনা বন্ধের মনে কি ছিল শুন ওগো সহচরী ধৈর্য্য না ধরিতে পারি না দেখিলে প্রাণে মরি উপায় কি বল পিরীতিকরিয়া বন্ধে ছাড়িয়া গেল আগেত জানিনা বন্ধের মনে কি ছিল পিরীতিকরিয়া বন্ধে ছাড়িয়া গেল পূর্ব কথা মনে আছে দেখি নাই চলে গেছে চিরদিন...

যার যা ইচ্ছা তাই বলে বুঝিনা আসল-নকল

যার যা ইচ্ছা তাই বলে বুঝিনা আসল-নকল কেউ বলে শাহ্‌ আব্দুল করিম, কেউ বলে পাগল ।। জন্ম আমার সিলেট জেলায়, সুনামগঞ্জ মহকুমায় বসত করি দিরাই থানায়, গাঁয়ের নাম হয় উজানধল কেউ বলে শাহ্‌ আব্দুল করিম, কেউ বলে পাগল ।। কালনী নদীর উত্তরপাড়ে, আছি এক কুঁড়েঘরে পোস্ট-অফিস হয় ধল...

ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় (কোন মেস্তরি নাও বানাইলো)

কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।। চন্দ্র-সূর্য বান্ধা আছে নাওয়েরই আগায় দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায় ।। রঙ-বেরঙের যতো নৌকা ভবের তলায় আয় রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়...

প্রাণে সহেনা দারুণ জ্বালা

প্রাণে সহেনা দারুণ জ্বালা প্রেম-ফুলের গন্ধে ঠেকিয়াছি ফান্দে গলেতে পরেছি প্রেম-মালা, মরণ ভালা প্রাণে সহেনা দারুণ জ্বালা ।। আহার না লয় গো মনে নিদ্রা নাই দুই নয়নে শয়নে-স্বপনে যায়না ভূলা দিয়ে তুমি প্রেমালিঙ্গন শান্ত কর পুড়া মন সরল তুমি নাম তোমার সরলা, মরণ ভালা...

যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই গো

যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই গো ।। প্রাণপাখি মনের আনন্দে, ঠেকেছে পীড়িতের ফান্দে তবে কেন নিরানন্দে কেঁদে দিন কাটাই গো যে গুণে বন্ধুরে পাবো, সে গুণ আমার নাই গো ।। যে গুণে আনন্দ বাড়ে, আদর করে রাখে ধারে গুণ নাই আমার করজোড়ে চরণ ছায়া চাই গো যে গুণে বন্ধুরে...

দমে দমে পড় জিকির লা-ইলাহা ইল্লাল্লাহ্

দমে দমে পড় জিকির লা-ইলাহা ইল্লাল্লাহ্ দমে দমে পড় রে মন লা-ইলাহা ইল্লাল্লাহ্ নাম ছাড়া দম ছাড় যদি ঠেকবে হিসাবের বেলা দমে দমে পড় জিকির লা-ইলাহা ইল্লাল্লাহ্ ।। একুল সেকুল দু’জাহানে পার হবি ঐ নামের গুণে ঠের পাইয়াছে আশেকজনে কোন তলে খেলায় মাউলা দমে দমে পড় জিকির...

আমি গান গাইতে জানিনা (গানে মিলে প্রাণের সন্ধান)

গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলনা আমি গান গাইতে জানিনা ।। জানিনা ভাব-ক্রান্তি গাইতে পারিনা সেই গান যেই গান গাইলে মিলে আঁধারে আলোর সন্ধান গাইলেন লালন, রাধা রমণ, হাসন রাজা দেওয়ানা আমি গান গাইতে জানিনা ।। বাউল মুকুন্দ দাস গেয়েছেন দেশেরই গান বিদ্রোহী নজরুলের...

আর জ্বালা সয়না গো সরলা (আমি-তুমি দুইজন ছিলাম)

আমি-তুমি দুইজন ছিলাম, এখন আমি একেলা আর জ্বালা, আর জ্বালা সয়না গো সরলা।। দুনিয়া ঘুরিনু ঠাই, দুঃখ কইবার জায়গা নাই মনের দুঃখ কারে জানাই বসে কাঁদি নিরালা আর জ্বালা, আর জ্বালা সয়না গো সরলা।। দুঃখে আমার জীবন গড়া, সইলাম দুঃখ জনমভরা হইলাম আমি সর্বহারা এখন যে আর নাই বেলা...

যা হইবার তা হইয়া গেছে (ভাবিলে কি হবে গো)

ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে জাতি কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার কাছে গো যা হইবার তা হইয়া গেছে ।। কালার সনে প্রেম করিয়া কাল-নাগে দংশিছে ঝাইড়া বিষ নামাইতে পারে এমন কি কেউ আছে গো যা হইবার তা হইয়া গেছে ।। পীড়িত পীড়িত সবাই বলে পীড়িত যে কইরাছে পীড়িত...

গান গাই আমার মনরে বুঝাই

গান গাই আমার মনরে বুঝাই মন থাকে পাগলপারা আর কিছু চায়না মনে গান ছাড়া ।। গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা আর কিছু চায়না মনে গান ছাড়া ।। গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা আর কিছু...
আগের বাহাদুরি এখন গেল কই

আগের বাহাদুরি এখন গেল কই

আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই আগের বাহাদুরি এখন গেল কই ।। মাথায় চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমেছে মনে ভাবি চশমা লই।। মন চলেনা রঙ তামাশায় আলস্য এসেছে দেহায় কথা বলতে ভুল পড়ে যায় মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুরি এখন গেল...

শুধু কালির লেখায় আলীম হয় না

শুধু কালির লেখায় আলীম হয় না মন রে… কানা অজানাকে যে না জানে। আল্লাহ নবী আদমছবি এক সুতে বাঁধা তিনজনে॥ ———————– (কালনীর ঢেউ, গান সংখ্যা – সাতাশ) শাহ আব্দুল...
পাতা 1/212