একবার দেখি করিম চাচা মন খারাপ করে বসে আছেন। বললাম, ‘কী হয়েছে চাচা?’
চাচা বলেন, ‘আর বলিস না। এক মেয়েকে প্লাস্টিক সার্জারি করার জন্য সাত লাখ টাকা ধার দিয়েছিলাম। এখন সার্জারি করার পর তাঁর চেহারা গেছে বদলে। এখন আর তাকে খুঁজে পাচ্ছি না।’
–শশী
Add to favorites 0
Leave a Reply