যদি কাজ করতে না চান তাহলে আপনাকে কাজ করে যথেষ্ট পরিমাণে টাকা আয় করতে হবে, যাতে করে আর কোনো দিন কাজ করতে না হয়।
অগডেন ন্যাশ, মার্কিন কবি
আমরা ভয়ের গল্প লিখি বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য।
স্টিফেন কিং, মার্কিন লেখক
গোপন কথা অনেক ভারী। তাই সেগুলো ভাগাভাগি করার ইচ্ছেও খুবই স্বাভাবিক।
স্টিফেন কিং, মার্কিন লেখক
জীবনের সবচেয়ে বড় ভুল হলো বড় কোনো ভুল হবে ভেবে সারাক্ষণ ভয় পাওয়া।
অ্যালবার্ট হাবার্ড, মার্কিন লেখক
ইংরেজি অভিধান হলো একমাত্র জায়গা, যেখানে কাজের আগেই আসে সাফল্য।
আলবার্ট হাবার্ড, মার্কিন লেখক
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ৩০, ২০১২
Add to favorites 0
Leave a Reply