মুরগি চুরির মামলা চলছে। আসামির কাঠগড়ায় দাঁড়ানো মানুষটাকে বিচারক প্রশ্ন করলেন, ‘তুমিই কি অভিযুক্ত ব্যক্তি?’ লোকটা জবাব দিল, ‘জি না, স্যার, আমি হচ্ছি সেই লোক, যে মুরগিগুলো চুরি করেছে।’ Add to favorites 0« পূর্ববর্তী:« অপমানজনকপরবর্তী: »অভিযোগ প্রমাণ করা যায়নি »Category: আইন আদালতTag: আসামি, চুরি, বিচারক, মানুষ, মামলা
Leave a Reply