ট্রেনে ফার্ষ্ট ক্লাস কামরায় একজন বৃদ্ধা গোশত দিয়ে পরোটা খচ্ছেন আর তাঁর পাশে বসে গালে হাত দিয়ে তা দেখছেন এক বৃদ্ধা। কিছুক্ষণ পর দেখা গেল বৃদ্ধা ভদ্রলোকটি খাচ্ছেন আর বৃদ্ধা তা দেখছেন। পাশে বসা এক তরুণ ব্যাপরটা লক্ষ করল।
: আপনারা দু’জন একসঙ্গে খেলেই তো পারতেন?
: কী করে খাব? বাঁধানো দাঁত যে মাত্র এক জোড়া।
Add to favorites 0
Leave a Reply