A

A – ১. একটি। ২. ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর।

অয়েলিং

অয়েলিং [ক্রিয়া বিশেষ্য] ইং oiling, কল] তোষামোদ, তেল দেওয়া ॥। সারাটি জীবন বসকে অয়েলিং করে কি পেলে?

অর্‌ম্‌কতালে

অর্‌ম্‌কতালে [বিশেষণ] [কুষ্টিয়া যশোর] অদক্ষ, অলস, শ্রমবিমুখ ৷৷ কুষ্টিয়া- তোর মত অর্‌ম্‌কতালে আমি আর কনে পাব? যশোর- তোর দিয়ে এই কাজটি করাবোনা তুই...

অরম্‌বা

অরম্‌বা [বিশেষ্য] [বিশেষণ] এরা দুষ্ট, দোষযুক্ত, অসৎ, মন্দ ॥ অরম্‌বা চোদার পোলা জাওরামু তোর কমবে...

অরগজা

অরগজা [বিশেষ্য] অজগর, বৃহৎ সাপ ॥ অরগজা চটাইয় আঠো আঙ্গ/সির সুরসরি জটা বোল গাঙ্গ—[বিদ্যাপতি]।

অভাজন

অভাজন [বিশেষ্য] [বিশেষণ] অপাত্ৰ, শত্ৰু, ভাগ্যহীন, হতভাগ্য ॥ মা হয়্যা হইলে অভাজন—[ক.চ]

অভাগিনী

অভাগিনী [বিশেষণ] ভাগ্যহীন নারী, হতভাগিনী নারী ॥ ওরে অভাগিনী, এতদিন এ কি ভ্ৰান্তি পুষেছিলি মনে- [বি. রবীন্দ্রনাথ...

অভাগা / অভাগিয়া

অভাগা / অভাগিয়া [বিশেষ্য] [বিশেষণ] [ময়মনসিংহ] ভাগ্যহীন, মন্দভাগ্যের মানুষ, হতভাগ্য, দুভাগা ॥ এই অভাগা তুই মরতে পারছিনা। [বসিয়া পানির ধারে যে কেহ পিয়াসে মরে তার মত নাই অভাগিয়া–সৈয়দ...

অভব্য

অভব্য [বিশেষণ] অসভ্য, অশিষ্ট, ভদ্রসমাজের অনুপযুক্ত ॥ অসভ্য অবভ্য হই ফিরি স্থানে স্থানে–[দোনা...
পাতা 2 / 4,85312345...102030...শেষ »