ওয়াসিল

ওয়াসিল, ওয়াশিল [ ōỷāsila, ōỷāśila ] বি. পাওনা-আদায়, উসুল। [আ. ওয়াসিল্]।

ওয়াস্তা

ওয়াস্তা [ ōỷāstā ] বি. ১. অপেক্ষা; ২. তোয়াক্কা, ভরসা (সে কারও ওয়াস্তা করে না); ৩. উপায় (শত্রুসৈন্য টুকে পড়লে… Read more ওয়াস্তা

ওয়াহাবি

ওয়াহাবি, (বর্জি.) ওয়াহাবী, ওহাবি [ ōỷāhābi (barji.) ōỷāhābī, ōhābi ] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]।

ওয়াহাবী

ওয়াহাবী–ওয়াহাবি-র বর্জিত রূপ।

ওয়াড়

ওয়াড়, ওড় [ ōỷāḍ, ōḍ ] বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ। [সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]।

ওয়েটিংরুম

ওয়েটিংরুম [ ōỷēţi-ṃruma ] বি. রেল স্টেশনে যাত্রীদের বিশ্রামঘর। [ইং. waiting room]।

ওয়েস্টকোট

ওয়েস্টকোট [ ōỷēsţa-kōţa ] বি. ফতুয়াজাতীয় একরকম জামা। [ইং. waistcoat]।