অতীত কিশোরী

অতীত কিশোরী

কোথায় লুকাবে মুখ কোন নিঃস্ব হৃদয় গভীরে
কোথায় মেলাবে তুমি দৃষ্টিভ্রান্ত বিক্ষত হৃদয়
যতবার তুমি চাও মেঘ ভাঙা রৌদ্রের বিভাস
সন্ধ্যার সন্ধানী হাত খুঁজে আনে রাত্রির সংশয়

কত মৃদু মুহূর্তের প্রতীক্ষায় শান্ত সিন্ধু তীরে
ক্লান্তিহীন ঢেউ গোনা, তারপর ঘুমের বিষাদ
ছুঁয়ে গেছে তোমারই তো পদ্মচোখে শতদল সাধ
বাতাসে আভাস নেই, সময়ের বিষন্ন বাগান।

পৃথিবীর মুগ্ধ বাহু তুচ্ছ করে কঠিন স্পর্ধায়
আপন স্বরূপ তুমি চিনে নাও রূপসী পার্থিবা
সন্ধ্যার সন্ধানী হাত খুঁজে আনে রাত্রির সংশয়
অন্ধকার মুছে দিয়ে মুক্ত করো আলোর প্রতিভা
অথচ জানো না তুমি শরীরের মধুর দ্বিধায়
কী এক আশ্চর্য গানে অজানিতে হৃদয় মুখর
ছদ্মবেশে তবু ছিলে প্রতিজ্ঞার দীপ্তিতে নির্ভয়
জানো না কখন এসে ছুঁয়ে গেছে কঠিন সময় ॥