আমার কবিতা

আমার কবিতা

আমার আগেকার লেখাগুলোয়
কবিতা করার চেষ্টা করতাম একটু
ভাষাটাকে একটু সুন্দর করার ঝোঁক ছিলো
আর জুতসই সব নাম লাগাতাম লেখাগুলোর
কবিতা, তর্ক করতাম টেবিলে,
সৌন্দর্য ।
কাকে বলে সৌন্দর্য ?
এই যে বাবুরা
গেলাস নিয়ে বসে পড়েছে সন্ধেবেলা
আর মাছভাজা চাইছে ডিমভাজা চাইছে
সুন্দর নয় ?
লোকে বলে : ভরসা করা যায় না
এমনই এক মানুষ আমি,
সৌন্দর্য কি লুকিয়ে আছে ব্যাপারটায় ?
চাকরি করতে আর ভালো লাগছে না
লেখালেখির জন্যে আরো সময় চাই
ছেড়ে দেবো চাকরি ?
সুন্দর হবে তা কি ?
একসময় লিখেছিলাম : স্বাভাবিকতাই সৌন্দর্য ।
কথাটা আরো একটু ভেবে দেখতে হবে ।
আমি চাই, আমার কবিতা বাউলগানের মতো
বিশাল আর খোলামেলা হয়ে উঠুক
একটু নিশ্বাস ফেলুক সহজে ।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *