ঋগ্বেদ ০৬।৩১

ঋগ্বেদ ০৬।৩
ঋগ্বেদ সংহিতা ৬ষ্ঠ মণ্ডল সূক্ত
ইন্দ্র দেবতা। সুহোত্র ঋষি

৩১ সুক্ত। ইন্দ্র দেবতা। স্বন্থোত্র ঋষি। ১। হে ধনাধিপতি ইন্দ্র! তুমি ধনের অদ্বিতীয় অধিশ্বর। তুমি মনুষ্যগণকে নিজ বাহুদ্বয়ে ধারণ কর। পুত্র, শত্রবিজয়ী পৌত্র ও বৃষ্টির জন্য মনুষ্য বিবিধ প্রকারে তোমার স্তব করে।

২। হে ইন্দ্র! মেঘ সকল, অন্তরিক্ষোদ্ভব বারিরাশি পতনযোগ্য না হইলেও বর্ষণ করে। স্বর্গ পৃথিবী, পৰ্ব্বত সকল, বৃক্ষসমূহ এবং এই অখিল স্থাবর জগৎ তোমার আগমনে ভীত হয়।

৩। হে ইন্দ্ৰ! তুমি কুৎসের সহিত প্রবল শুষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছ। রণে কুয়বকে বধ করিয়াছ। সংগ্রামে সূর্য্যের রথচক্র হরণ করিয়াছ এবং পাপকারাদিগকে দূরীকৃত করিয়াছ।

৪। তুমি দস্যু শম্বরের একশত দুর্ভেদ্য নগর উচ্ছিন্ন করিয়াছ। হে প্রজ্ঞাসম্পন্ন, অভিযুত সোমদ্বারা ক্রীত ইন্দ্র। তৎকালে তুমি বদান্যতানিবন্ধন হব্যপ্রদাতা দিবোদাস এবং স্তবকারী ভরদ্বাজকে ধন প্রদান করিয়াছিলে।

৫। প্রকৃত বীরগণের অগ্রণী, অতুলৈশ্বৰ্য্যশালী ইন্দ্ৰ! তুমি তুমুল সংগ্রামের নিমিত্ত নিজ ভীষণ রথে আরোহণ কর। হে প্রকৃষ্ট পথগামী ইন্দ্র! তুমি রক্ষাসহকারে মদভিমুখে আগমন কর। হে স্বপ্রসিদ্ধ! তুমি জনসমাজে জামাদিগকে প্রসিদ্ধ কর।