অন্বেষা

এলোমেলো ভিড়ে
অনেক ছুটেছি,
অনেক ঘেমেছি,
এবার একটু
দম নিতে দাও।

দ্যাখো রোদে পুড়ে
অস্থিমজ্জা
ঝলসে গিয়েছে,
এখন একটু
ছায়া পেতে দাও।

ওপরে ওপরে
ঢের হলো ভাসা
এবার খানিক
গহন গভীরে
ডুব দিতে দাও।

টেবিলে বাজিয়ে
বাচালতা ঢের
হয়েছে প্রায়শ,
নীরবতা আজ
আরাধ্য হোক।

এতদিন শুধু
হাতের মুঠোয়
খোলামকুচির
চূর্ণ নিয়েছি
কী সুখে দু’বেলা।

সমুদ্র তীরে
মুঠো-মুঠো বালি
উড়িয়ে ছড়িয়ে
দিনান্তে ঘরে
নিঃস্ব ফিরেছি।

খালি হাতে ফেরা
মানে ব্যর্থতা।
এবার ঝিনুক
খুলেই নিটোল
মুক্তোটা চাই।

মুক্তো না পেলে
কোনো খেদ নেই।
তামাম জীবনে
খুঁজে বেড়ানোর
ইচ্ছেটা চাই।