হঠাৎ পাওয়া

এইতো তুমি একটু আগে
ছিলে আমার পাশে;
তোমার সুবাস স্মৃতির মতো
হৃদয় জুড়ে ভাসে।

তোমার মুখে কিসের ছায়া
নাছোড় ঝুলে আছে?
জানলা ওঠে ঝনঝনিয়ে
চিড় ধরেছে কাচে।

মিছেমিছে মনোভারে
ডুবছো বালির নিচে;
আমিও পারি দৌড়ে যেতে
হেসে তপ্তপীচে।

নেই যে মানা রঙ-তামাসায়
আজো উঠতে মেতে,
তোমার সঙ্গে বিকেলবেলা
পারি ফুচ্‌কা খেতে।

বয়স বটে ষাটের কোঠায়
চিবুক ধরে থাকে,
মন চলে যায় ছেলেবেলার
সুদূর নদীর বাঁকে।

এলেবেলে ভয়তো আছেই,
বলে অচিন পাখি।
তোমার কথা ভেবে ভেবে
শান্ত বসে থাকি।

ঢুলুনি হায় পেয়ে বসে,
তাড়াই মনের মাছি;
তোমার ছুঁতে পারি বলেই
বেঁচে বর্তে আছি।

বেঁচে থাকার মধ্যে কত
ঝুট ঝামেলা জোটে,
তবু কিছু হঠাৎ-পাওয়া
তারার মতো ফোটে।