স্বপ্ন-কুড়ানি

রাতবিরেতে একলা হাঁটে,
ঘোরে সে বন-বাদাড়ে।
কী-যে কুড়োয় যখন-তখন
কুচকুকে ঘোর আঁধারে।
আজগুবি তার কথা, কাঁথা,
দেখতে যেন তুরানি।
রাতবিরেতে স্বপ্ন কুড়ায়,
সে যে স্বপ্ন-কুড়ানি!