2 of 2

৭৩. বদর যুদ্ধে অংশ গ্রহণকারীদের সংখ্যা

বদর যুদ্ধে অংশ গ্রহণকারীদের সংখ্যা

বদর যুদ্ধে সর্বমোট মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল তিনশ’ চৌদ্দ জন। রাসূলুল্লাহ (সা)-ও এ সংখ্যার অন্তর্ভুক্ত। যেমন ইমাম বুখারী বলেছেন, আমর ইবন খালিদ… বারা” ইবন আযিবা থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট রাসূলুল্লাহ (সা)-এর সেই সব সাহাবা বলেছেন, যারা বদর যুদ্ধে উপস্থিত ছিলেন— যে, তাদের সংখ্যা ছিল তালুতের সাথে জিহাদ করতে যারা নদী অতিক্রম করেছিলেন, তাদের সমান। আর তাদের সংখ্যা ছিল তিনশ’ দশের কিছু বেশী। বারা” বলেন, আল্লাহর কসম! তালুতের সাথে মু’মিন ছাড়া অন্য কেউ নদী অতিক্রম করতে পারেনি। ইমাম বুখারী ইসরাঈল ও সুফিয়ান ছাওরী সূত্রে ও বারা” (রা) থেকে অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। ইবন জারীর বলেন, প্রাচীন আলিমদের নিকট এটাই সুপ্ৰসিদ্ধ যে, বদরী মুসলমানদের সংখ্যা তিনশ’ দশের কিছু বেশী। তিনি আরও বলেন, মাহমুদ সূত্রে. বারা’ থেকে বর্ণিত। তিনি বলেন, বদর যুদ্ধের ব্যাপারে আমি ও ইবন উমর ছোট হিসেবে গণ্য হই। ঐ যুদ্ধে মুহাজিরদের সংখ্যা ছিল ষাট-এর কিছু বেশী এবং আনসারদের সংখ্যা ছিল দুইশ’ চল্লিশের কিছু বেশী। এ বর্ণনা ছাড়া ইবন জারীর মুহাম্মদ ইবন উবায়দ সূত্রে. ইবন আব্বাস (রা) থেকে আরও একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, : বদর যুদ্ধে মুহাজিরদের সংখ্যা ছিল সত্তর জন্য। আর আনসারদের সংখ্যা ছিল দুইশ’ ছত্ৰিশ জন। রাসূলুল্লাহর পক্ষে ঝােণ্ডা বহনকারী ছিলেন। হযরত আলী ইবন আবু তালিব। আর আনসারদের ঝােণ্ডার দায়িত্ব ছিল সা’আদ ইবন উবাদার উপর। এ বর্ণনা মতে বদরী সাহাবীগণের সংখ্যা দাঁড়ায় তিনশ’ ছয় জন। ইবন জারীর বলেন, কারও কারও বর্ণনায় এসেছে তিনশ’ সাত জন।

আমি বলি, একদল রাসূলুল্লাহকে যোদ্ধাদের মধ্যে গণ্য করে বলেছেন তিনশ’ সাত জন। অন্যান্য দল তাঁকে গণ্য না করে বলেছেন তিনশ’ ছয় জন। ইবন ইসহাকের উদধূতি দিয়ে আগেই বলা হয়েছে যে, মুহাজিরদের সংখ্যা ছিল তিরাশি জন। আওসের একষট্টি এবং খাযরাজের একশ’ সত্তর জন। এই সংখ্যা ইমাম বুখারী উল্লিখিত সংখ্যা ও ইবন আব্বাসের বর্ণিত সংখ্যা থেকে ভিন্ন। বিশুদ্ধ বর্ণনায় এসেছে যে, হযরত আনাসকে জিজ্ঞেস করা হল, আপনি কি বদর যুদ্ধে উপস্থিত ছিলেন? তিনি বললেন, তাহলে আমি কোথায় অনুপস্থিত ছিলাম?

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *