০১. হযরত মূসা (আ)-এর পরবর্তী বনী-ইসরাঈলের নবীগণের বিবরণ

হযরত মূসা (আ)-এর পরবর্তী বনী-ইসরাঈলের নবীগণের বিবরণ

আল্লামা ইব্‌ন জারির (র) তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, আমাদের এই উম্মতের মধ্যে ইউশা (আ)-এর পরে কালিব ইব্‌ন ইউফান্না (L, ৪ ৫ ৬- এ – JU<) বনী ইসরাঈলের নেতৃত্বে সমাসীন হন। কালিব ছিলেন মূসা (আ)-এর অন্যতম শিষ্য এবং তার বোন মরিয়মের স্বামী। ঐ যুগে আল্লাহ ভীরু ব্যক্তিবর্গের মধ্যে শীর্ষস্থানীয় দুই ব্যক্তি ছিলেন ইউশা ও কালিব। বনী ইসরাঈল যখন জিহাদে যেতে অস্বীকৃতি জানাচ্ছিল তখন এ দুব্যক্তি তাদের উদ্দেশ্য বলেছিলেনঃ

তোমরা তাদের মুকাবিলা করে দ্বারে প্রবেশ কর, প্রবেশ করলেই তোমরা জয়ী হবে। আর তোমরা মুমিন হলে আল্লাহর উপরই নির্ভর করা। (মায়িদা : ২৩)

ইব্‌ন জারীর বলেন, কালিবের পরে বনী ইসরাঈলের পরিচালক হন হিযকীল ইব্‌ন ইউয়ী (৫৩৫, ৩০ J 3 –>)। ইনি হচ্ছেন সেই হিযকীল যিনি আল্লাহর নিকট দোয়া করার ফলে আল্লাহ ঐ সব মৃত লোকদের জীবিত করে দিয়েছিলেন, যারা সংখ্যায় হাজার-হাজার হওয়া সত্ত্বেও মৃত্যু-ভয়ে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *