বাগানটি আখেরে

আখেরে ভীষণ
অগোছালো হয়ে পড়েছিল সে-বাগান।
শুরুতে সৌন্দর্য ছিল সত্তাময়, পথচারী হেঁটে
যাওয়ার সময় আচমকা থেমে যেত,
পারতে না দৃষ্টি তার সহজে ফেরাতে। বিশেষত
একটি গোলাপ গাছ ছিল বটে অতুল সুন্দর।

সেই গোলাপের
পেলব সৌন্দর্য আমাকেই টেনে নেয়
খুব কাছে। উন্মাতাল আমি ওকে ঘিরে
কল্পনায় নানা ছবি আঁকি, সাজাই বাসরঘর।
আমাকে উন্মাদ ভেবে গোলাপ কাঁটার সহবতে
চলে যায়। খুঁজে তাকে কিছুতেই পাই না কোথাও।

বড়ই বেগানা
সেই বাগানের কথা মনে পড়ে জাগরণে আর
স্বপ্নে ভেসে ওঠে অপরূপ লাল একটি গোলাপ।
আচমকা স্বপ্ন ভেঙে গেলে
একটি কঙ্কাল এসে দাঁড়ায় শয্যার পাশে, হা!হা!
হেসে ওঠে। কঙ্কালে আগের চেনা গোলাপ স্ফুটিত।
৯-১২-২০০৩