এখানেই রয়ে গেছে

এখনও আমার জীবনের গোধূলিতে, সময়কে ধন্যবাদ,
আকাশ-পাতাল, বন মরুভূমি এবং পর্বত
পাড়ি দিয়ে এই অধমের কাছে চলে আসে
অশেষ রহস্যময়ী অপরূপ রমণী, কবিতা তার নাম।
আচমকা কেন আমাকে ঝাঁকুনি দিয়েছে? এই ভাবে
ছিলাম নিমগ্ন ধ্যানে। না আমার মন
বেহেস্তের গুলবাগে হেঁটে বেড়াবার স্বপ্নসাধে
বস্তুত ছিল না মশগুল। পলাতক
একটি কবিতা পায়রার
খোঁজে মেঘমালা ছুঁয়ে ছেনে
দেখে নিচ্ছিলাম,
যাচ্ছিলাম মিলেমিশে নীলে।

হাতে মেঘ গলে যায়, নীলময় ভাসমান আমি
ধীরেসুস্থে নামতে নামতে
ছুঁয়ে ফেলি কাঙ্ক্ষিত জমিন পেয়ে যাই
সবুজের ঘ্রাণ, আর গোধূলি রঙিন ঋদ্ধ চিত্র।
এবং জলেরও মোলায়েম
সুরভি আমার প্রতি স্নেহপরায়ণ হয়ে ওঠে
মনে হয়, পলাতক কবিতা প্রকৃত এখানেই রয়ে গেছে।