ক্যালেন্ডার পালটে গেলে

ক্যালেন্ডার পাল্টে গেলে নতুন বছর প্রকৃতই
পরিবর্তনের রঙ এনে দেয়, যদি
স্বস্তি আর শান্তি গলাগলি করে পরস্পর খুব
সুখে বসবাস করবার স্বাদ পায় সুনিশ্চিত।
অন্ধকার আকাশের বুকে প্রত্যাশার পূর্ণচাঁদ
জেগে উঠলেই জানি ভোগান্তি-বিদীর্ণ জনগণ
হাত ধরাধরি করে যাবে
মিলনমেলায় আর স্বাগত জানাবে শুভ আর কল্যাণকে।

আমরা সকল হতভাগ্য, প্রতারিত জনসাধারণ সত্যি
পাবো তো আবার ফিরে আনন্দের রঙধুন আর
প্রগতির পদধ্বনি হবে তো সুস্পষ্ট আরও নিকট তারিখে?
হয়তো দুলবে সাফল্যের মালা অচিরেই, মন বলে।

অথচ মনের কত প্রত্যাশার আলো মালা হতাশার ঝড়ে
নিভে গিয়ে লুটোপুটি খেয়েছে ভাগাড়ে,
এ-ও তো দেখেছি কত আহত দৃষ্টিকে
ধূম্রজালে বিদ্ধ হয়ে হত্যাযজ্ঞে সত্তাহীন হতে!

কী-যে হলো, এখন নতুন ক্যালেন্ডারে
চোখ পড়লেও বনবাদাড়ের ভীষণ দৃশ্যের
ছবি ফুটে ওঠে, কল্যাণের পলায়নে
হতাশায় ডুবে যেতে-যেতে রজ্জু ভেবে সর্পকেই তুলি হাতে।

আবার খুঁড়িয়ে হাঁটবো কি দীর্ঘ ভাঙাচোরা পথে,
যেখানে অনেক মোড়ে আচমকা অতি
ভয়ানক গহ্বর নিষ্ঠুর হাসি ছড়িয়ে তিমিরে
তুমুল লাফিয়ে ওঠে প্রাগৈতিহাসিক জন্তুদের হিংস্রতায়।
২৬-১২-২০০২