বৃষ্টি ধারায় দৃষ্টি মেলে

এখন আমি
কাজলা দিনে ছোটো ঘরে
ব’সে দূরে বৃষ্টি ধারায় দৃষ্টি মেলে
বসে আছি।

পাশে আমার চোখ-জুড়ানো
মন-মাতানো
এক তরুণী
হাঁটুতে মুখ রেখে ধূসর
মেঘের বুকে ডুব দিয়েছে। এখন তাকে
খুঁজলে আমি পাবো না ঠিক,
যদিও সে ঘরেই আছে।

বৃষ্টি আমায় বদলে দিয়ে
কোন্‌ সে সুদূর ধূসর ঘাটে
বসায় ব’লে আমার প্রাণে
লাগছে দোলা ভিন্ন তালে।
এখন আমি নইকো কোনো
পদ্য লেখক, সামান্য এক
বৃষ্টিভেজা খুব একেলা
ছন্নছাড়া জলেভেজা পথিক কোনো।

ঘুরে বেড়াই দিনদুপুরে, রাতদুপুরে
যেমন ইচ্ছে ডানে বামে।
আপন মনে যখন তখন
বুকের কাছে ঝুলাছে এই
এক তারাতে ফোটাই কিছু
অচিন পদ্ম! ফুলের ঘ্রাণে হৃদয় মাতে।
১৬-৬-২০০৩