কতকাল এভাবে থাকব

কতকাল এভাবে থাকব এই ব্যাপক আঁধারে
চুপচাপ? আঁধারের প্রাণীগুলি তেড়ে
আসে চারদিক থেকে, ওদের জান্তব পদশব্দে
কাঁপে পথ, তুমুল গর্জনে
নড়ে ওঠে শান্তির নিবাস। ওরা খুব ঘটা করে
চেটে পুটে খেতে থাকে মানুষের মেধা।

কতকাল এভাবে কাটাব দিনগুলি, রাতগুলি
শঙ্কার থাবার নিচে? কোন্‌ ঝড় এসে
হঠাৎ উড়িয়ে নিয়ে যাবে ঘরদোর? সর্বক্ষণ
ভয়ে-ভয়ে থাকা,
দুঃস্বপ্নতাড়িত হয়ে থাকা, দরজায়
নেকড়ের ক্ষুধার্ত দঙ্গল নিয়ে বসবাস সকল সময়
কী করে সম্ভব? দেখি চোখ মেলে বাইরে জ্যোৎস্নার
জোয়ার ভাসিয়ে নিয়ে যাবে যেন
সোমত্ত রাত্রিকে কোনও নিরাপদ বাসরে কোথায়
আর কয়েকটি তারা বন পরীদের মুখ হয়।

কপটতা, কূপমণ্ডুকতা আজ জেঁকে বসে গেছে
সবখানে, গুপ্ত হত্যা ঝোপ বুঝে কোপ দেয়
আর কত বিভ্রম সহজে চেতনাকে
বিপথে চালিত করে। বিভ্রান্তি ভস্ম ঝেড়ে ফেলে
আবার নতুন করে স্বপ্নবীজ বুনে
আমরা তাকাই আদিগন্ত অর্থে সূর্যমুখী-ফসলের দিকে।