ওরা দু’জন

হাওয়া আর সবুজ ঘাসের গলাগলি, মৌমাছির
মুখ ডোবে ফুলের যৌবনে, শূন্য পথে কয়েকটি
ঝরা পাতা, যেন বা স্মৃতির ছায়া। নবজাতকের
আগমনে কলধ্বনি পাশের বাড়িতে, অকৃপণ
সুঘ্রাণ ছড়িয়ে পড়ে কনক চাঁপার উন্মীলনে।
আকাশে একটি দু’টি করে নক্ষত্রেরা আসে, হাসে
মিটিমিটি, পরিবেশ জ্যোৎস্না ঢেলে স্নান করে আর
বিধবার নিঝুম বাড়ির গেটে দাঁড়ায় সুন্দর।

কিয়দ্দূরে আনন্দ প্রচ্ছন্ন ছিল, সুন্দরকে দেখে
ছুটে আসে তার দিকে। গাঢ় আলিঙ্গন; অকস্মাৎ
ককটেল, বোমা ফাটে; উলঙ্গ সন্ত্রাসে চতুর্দিক
কেঁপে ওঠে। জ্যোৎস্নারাতে ভাগাড়কে ডান দিকে রেখে
সুন্দর, আনন্দ-এই অভিন্ন বান্ধবদ্বয় ম্লান
হেসে হাত ধরে দিগন্তের দিকে হেঁটে চলে যায়।