কেন যে এলাম

কেন যে এলাম ফিরে নিস্তরঙ্গ নিষ্প্রাণ শহরে
ছটফট ক’রে, কেন? সমস্ত শহর নিষ্প্রদীপ,
ফুলের সৌরভ নেই কোনোখানে, পক্ষী-সম্প্রদায়
সঙ্গীতবিহীন আজ। যেন আমি জনশূন্যতায়
কোনো মরুসঙ্কটে পড়েছি। প্যান্থপাদপের চিহ্ন
পড়ে না আহত চোখে। উপদ্রুত সময়ের মোড়ে
দাঁড়িয়ে থাকার কথা ছিল যার, তারই দেখা নেই;
তাহ’লে এলাম কেন এই নিরানন্দ বসতিতে?

আজ আমি বড় একা, অতিশয় মানোকষ্টে আছি;
নিজের কষ্টের কথা বলতে পারি না কাউকেই,
অথচ সে-কথা উঁচু স্বরগ্রামে নিসর্গ, মানুষ
সবাইকে ভীষণ জানাতে ইচ্ছে হয় হৃদয়ের
মূল ভাষা সম্পূর্ণ উজাড় ক’রে। আমার তৃষিত
প্রতীক্ষায় খরা আর স্বপ্নের দেউলে জমে কাদা।