একটি দোয়েলের জন্যে

শীত বিকেলের পড়ন্ত রোদে
টিভি ত্র্যান্টেনায় এসে বসলো
একটি দোয়েল। ভাবছি,
গানে-পাওয়া এই পাখি তার পারি
ছন্দোবদ্ধ সেই শব্দস্তবক।
হে পাখি, আর কতক্ষণ তোমার শিস
হাওয়াকে সঙ্গ দেবে? মুগ্ধ করবে
আমার মতো মর্ত্যজীবীকে?

কে আছে এমন যে তাড়িয়ে দেবে
এক ঝটকায় এরূপ মাধুর্যকে?
ছোট্র এ সুন্দরকে অকস্মাৎ গুলিতে
বিদ্ধ করবে কোন্‌ পাষণ্ড?

তবু আশঙ্কা-মেঘে
ঢেকে যায় মন, একদৃষ্টিতে চেয়ে থাকি
সঙ্গীতময় ত্র্যান্টেনার দিকে এবং
তোমার মুখ
সুদূর ছায়াপথ বেয়ে
নক্ষত্রের ভিড় উজিয়ে
আমার কাছে এল নিঃশব্দে, যেন
চাঁদের পালকি থেকে নামলে তুমি।
আমি সিএ দোয়েলকে
মিনতি জানালাম
তোমার উদ্দেশে একটি প্রেমের গান
গাইবার জন্যে। অথচ পাখি কখন উড়াল দিল
জানতে পারিনি। অপ্রস্তুত আমি
আমার থরথর হৃদয়কে
একটি দোয়েল কিংবা কোনো গুণীর তান হয়ে উঠার জন্যে
নিজের সত্তায় অজস্র তারা ফোটাতে থাকি।