প্রশ্ন

মা গো, আমায় ছুটি দিতে বল্‌, 
        সকাল থেকে পড়েছি যে মেলা। 
এখন আমি তোমার ঘরে বসে 
        করব শুধু পড়া-পড়া খেলা। 
তুমি বলছ দুপুর এখন সবে, 
        নাহয় যেন সত্যি হল তাই, 
একদিনও কি দুপুরবেলা হলে 
        বিকেল হল মনে করতে নাই? 
আমি তো বেশ ভাবতে পারি মনে 
        সুয্যি ডুবে গেছে মাঠের শেষে, 
বাগ্‌দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে 
        শাক তুলেছে পুকুর-ধারে এসে। 
আঁধার হল মাদার-গাছের তলা, 
        কালি হয়ে এল দিঘির জল, 
হাটের থেকে সবাই এল ফিরে, 
        মাঠের থেকে এল চাষির দল। 
মনে কর্‌-না উঠল সাঁঝের তারা, 
        মনে কর্‌-না সন্ধে হল যেন। 
রাতের বেলা দুপুর যদি হয় 
        দুপুর বেলা রাত হবে না কেন। 
1 Comment
নিশির শিশির July 17, 2023 at 9:11 am

Ha ha ha, last 2 lines

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *