মাধব না কহ আদরবাণী

মাধব না কহ আদরবাণী,   না কর প্রেমক নাম।
জানয়ি মুঝকো অবলা সরলা   ছলনা না কর শ্যাম।
কপট, কাহ তুঁহু ঝূট বোলসি,   পীরিত করসি তু মোয়।
ভালে ভালে হম অলপে চিহ্ণনু,   না পতিয়াব রে তোয়।
ছিদল‐তরী‐সম কপট প্রেম‐’পর   ডরনু যব মনপ্রাণ
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে,   অব কুত নাহিক ত্রাণ।
মাধব, কঠোর বাত হমারা   মনে লাগল কি তোর।
মাধব, কাহ তু মলিন করলি মুখ,   ক্সমহ গো কুবচন মোর!
নিদয় বাত অব কবহুঁ ন বোলব,   তুঁহুঁ মম প্রাণক প্রাণ।
অতিশয় নির্মম, ব্যথিনু হিয়া তব   ছোড়য়ি কুবচনবাণ।
মিটল মান অব— ভানু হাসতহিঁ   হেরই পীরিতলীলা
কভু অভিমানিনী অদরিণী কভু   পীরিতিসাগর বালা॥

১২৮৮ শ্রাবণ— আনুমানিক ১২৯২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *