বজাও রে মোহন বাঁশি

       বজাও রে মোহন বাঁশি।
সার দিবসক            বিরহদহনদুখ
       মরমক তিয়াষ নাশি॥
রিঝ‐মন‐ভেদন           বাঁশরিবাদন
       কঁহা শিখলি রে কান!—
হানে থিরথির          মরম‐অবশকর
       লহু লহু মধুময় বাণ।
ধসধস করতহ          উরহ বিয়াকুলু,
       ঢুলু ঢুলু অবশ নয়ান।
কত শত বরষক        বাত সোঁয়ারয়
       অধীর করয় পরান।
কত শত আশা           পূরল না বঁধু,
       কত সুখ করল পয়ান।
পহু গো, কত শত        পীরিতযাতন
       হিয়ে বিঁধাওল বাণ।
হৃদয় উদাসয়            নয়ন উছাসয়
       দারূণ মধুময় গান।
সাধ যায় ইহ             যমুনা‐বারিম
       ডারব দগধ পরান।
সাধ যায়, বঁধু,          রাখি চরণ তব
       হৃদয়ামাঝ হৃদয়েশ—
হৃদয়জুড়াওন             বদনচন্দ্র তব
       হেরব জীবনশেষ।
সাধ যায় ইহ              চাঁদমকিরণে
       কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে                প্রাণ মিশায়ব
       বাঁশিক সুমধুর তানে
প্রাণ ভৈবে মঝু             বেণুগীতময়,
       রাধাময় তব বেণু।
জয় জয় মাধব           জয় জয় রাধা,
       চরণে প্রণমে ভানু॥

১২৮৮ শ্রাবণ— আনুমানিক ১২৯২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *