শুন লো শুন লো বালিকা

শুন লো শুন লো বালিকা,              রাখ কুসুমমালিকা,
       কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি, শ্যামচন্দ্র নাহি রে॥
দুলৈ কুসুমমুঞ্জরি,                     ভমর ফিরই গুঞ্জরি,
       অলস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে॥
শশিসনাথ যামিনী,                      বিরহবিধুর কামিনী,
       কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।
অধর উঠই কাঁপিয়া                 সখিকরে কর আপিয়া—
       কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে॥
মৃদু সমীর সঞ্চলে                      হরই শিথিল অঞ্চলে
       বালিহৃদয় চঞ্চলে কানপথ চাহি রে।
কুঞ্জ‐পানে হেরিয়া                         অশ্রুবারি ডরিয়া
       ভানু গায়— শুন্যকুঞ্জ, শ্যামচন্দ্র নাহি রে॥

১২৮৮ শ্রাবণ— আনুমানিক ১২৯২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *