বসন্ত আওল রে

                বসন্ত আওল রে!
মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী    কানন ছাওল রে।
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম    হরখে আকুল ভেল,
জর জর রিঝসে দুঃখদহন সব    দূর দূর চলি গেল।
মরমে বহৈ বসন্তসমীরণ,    মরমে ফুটই ফুল,
মরমকুঞ্জ‐’পর বোলই কুহুকুহু    অহরহ কোকিলকুল।
সখি রে, উচ্ছল প্রেমভরে অব    ঢল ঢল বিহ্বল প্রাণ,
মুগ্ধ নিখিলমন দক্ষীণপবনে    গায় রভসরসগান!
বসন্তভূষণভূষিত ত্রিভুবন    কহিছে— দুখিনি রাধা,
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,    হৃদিবসন্ত সো মাধা!
ভানু কহে— অতি গহন রয়ন অব,    বসন্তসমীরশ্বাসে
মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল    ফুল্লবাসনা‐বাসে॥


বাহার
১২৮৮ শ্রাবণ— আনুমানিক ১২৯২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *