030.011

আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। এরপর তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে।
Allâh (Alone) originates the creation, then He will repeat it, then to Him you will be returned.

اللَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ
Allahu yabdao alkhalqa thumma yuAAeeduhu thumma ilayhi turjaAAoona

YUSUFALI: It is Allah Who begins (the process of) creation; then repeats it; then shall ye be brought back to Him.
PICKTHAL: Allah produceth creation, then He reproduceth it, then unto Him ye will be returned.
SHAKIR: Allah originates the creation, then reproduces it, then to Him you shall be brought back.
KHALIFA: GOD is the One who initiates the creation and repeats it. Ultimately, you will be returned to Him.

রুকু – ২

১১। আল্লাহ্‌-ই প্রথম সৃষ্টি [ প্রক্রিয়া ] শুরু করেন ৩৫১৭। অতঃপর তিনি তা পুণরাবৃত্তি করেন। তারপরে তাঁরই নিকটে তোমাদের ফিরিয়ে নেয়া হবে।

৩৫১৭। পৃথিবীতে কোনও কিছুই স্বয়ম্ভু নয়। কোনও কিছু পৃথিবীতে টিকে থাকা, তার স্ব-ইচ্ছা, বা কোন দৈব-ঘটনা নয়। সকল সৃষ্টির এবং পৃথিবীতে তা টিকে থাকার মূল হচ্ছে আল্লাহ্‌র ইচ্ছা। তিনি প্রথম সৃষ্টি করেন এবং পুণরাবৃত্তি করেন। মৃত্যু নামে আমরা যাকে অভিহিত করি, তার অর্থ ধ্বংস বা শেষ নয় , তার অর্থ রূপান্তরিত হওয়া। আল্লাহ্‌ পুণঃসৃষ্টি করতে সক্ষম। তাঁর সৃষ্টির ক্ষমতা কখনও থেমে থাকে না, অনাদি অনন্ত কাল থেকে তা চলে আসছে , ভবিষ্যতেও চলবে। আমাদের মৃত্যুও এক বাহ্যিক ক্রিয়া মাত্র। আপতঃদৃষ্টিতে যা সবশেষ মনে হবে, বাস্তবে তা শেষ নয় , তা পুণঃ সৃষ্টির প্রক্রিয়ার শুরু মাত্র। আল্লাহ্‌ সব কিছুর কেন্দ্রবিন্দু ও লক্ষ্য। যখন মৃত্যুর পরে আমরা তাঁর কাছে প্রত্যানীত হব, সেখানেই আমাদের জবাবদিহি করতে হবে , পৃথিবীর জীবনের সকল কর্মকান্ডের।