030.002

রোমকরা পরাজিত হয়েছে,
The Romans have been defeated.

غُلِبَتِ الرُّومُ
Ghulibati alrroomu
YUSUFALI: The Roman Empire has been defeated-
PICKTHAL: The Romans have been defeated
SHAKIR: The Romans are vanquished,
KHALIFA: Certainly, the Romans will be defeated.

০১। আলিফ্‌ – লাম্‌- মীম ।

০২। রোম সম্রাজ্য পরাজিত হয়েছে ৩৫০৫ , –

৩৫০৫। হেরাক্লিয়াসের অধীনে রোমান সম্রাজ্যের পতন ঘটে। রোমানদের শুধু যে এই একটি পতন ঘটে তাই-ই নয়, এশিয়ায় অবস্থিত তাদের বিস্তৃত ভূখন্ড তারা হারায়। প্রকৃতপক্ষে তারা তাদের রাজধানী কনস্‌টান্টিনেপালের চতুপার্শ্বের সকল ভুখন্ড হারায়। ” নিকটবর্তী অঞ্চল” বাক্যটি দ্বারা সিরিয়া, প্যালেস্টাইন, জেরুজালেম কে বোঝানো হয়েছে যা রোমানরা ৬১৪ -১৫ খৃষ্টাব্দের মধ্যে হারায়। এই সূরাটি এই সময়ের কিছু পূর্বে অবতীর্ণ হয়।