027.020

সুলায়মান পক্ষীদের খোঁজ খবর নিলেন, অতঃপর বললেন, কি হল, হুদহুদকে দেখছি না কেন? নাকি সে অনুপস্থিত?
He inspected the birds, and said: ”What is the matter that I see not the hoopoe? Or is he among the absentees?

وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ
Watafaqqada alttayra faqala ma liya la ara alhudhuda am kana mina algha-ibeena

YUSUFALI: And he took a muster of the Birds; and he said: “Why is it I see not the Hoopoe? Or is he among the absentees?
PICKTHAL: And he sought among the birds and said: How is it that I see not the hoopoe, or is he among the absent?
SHAKIR: And he reviewed the birds, then said: How is it I see not the hoopoe or is it that he is of the absentees?
KHALIFA: He inspected the birds, and noted: “Why do I not see the hoopoe? Why is he missing?

২০। এবং সে পাখীদের সমবেত করলো ; এবং বলেছিলো , ” ব্যাপার কি ; আমি হুদহুদকে দেখছি না কেন ? সে কি অনুপস্থিত আছে ? ৩২৬২

৩২৬২। পূর্বেই বলা হয়েছে হযরত সুলাইমান আল্লাহ্‌ প্রদত্ত সকল ক্ষমতা ও অনুগ্রহ, শৃঙ্খলার সাথে বিন্যস্ত ও সমন্বিত করতেন। এ ব্যাপারে তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। তিনি তাঁর প্রশাসনের সকল সংস্থা , সেনাদল ও শক্তির উৎস সমূহ সর্বদা কঠোর তত্বাবধানে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেন। তার বিচরণশীল সেনাদলে ছিলো বিহঙ্গকূল। বিহঙ্গরা সর্বত্র উড়ে বেড়াতো এবং রাজত্বের সকল খবরা-খবর সংগ্রহ করতো। একদিন সুলাইমান হুদ্‌হুদ্‌ কে অনুপস্থিত দেখতে পেলেন সমাবেশে। হুদহুদ পাখীর স্বাভাবিক সৌষ্ঠব হচ্ছে হালকা এবং সৌন্দর্য্য মন্ডিত। এর পালকগুলি বহুবর্ণে রঞ্জিত। মাথায় সুন্দর হলুদ পালকগুচ্ছ মুকুটের ন্যায় শোভা পায় – যার ফলে হুদ্‌হুদ্‌ কে পাখীর রাজার ন্যায় দেখায়।