কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?
পূর্ববর্তী:
« অচল প্রেমের পদ্য – ০১
« অচল প্রেমের পদ্য – ০১
পরবর্তী:
অচল প্রেমের পদ্য – ০৩ »
অচল প্রেমের পদ্য – ০৩ »
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Jabo……..nah parbona bodhoy……
তারা তুমি কেন পারবে না ,জান তোমাকে ছাড়াতো আমি বাঁচব না!
খূব ভালো লেগেছে।
কথা গুলো যেনো কারো মনের কথা বলে ।
কাউকে দগ্ধ অনলে পোড়ায়
হয়তো বা কারো
আনন্দের খোরাক হয়ে যায় ……।
এমন ১টা প্রশ্ন করেছেন যার উত্তর মণ থেকে দিতে হবে ! এটা সকল মণকে শিহরীত করে !
খুবই ভাল লেগেছে…