তোমার হৃদয়টা জমে পাথর হয়ে আছে, পাথরটা দাও আমাকে, স্পর্শ করি, ওকে গলতে দাও। ভালোবাসা নামের পাখিটাকে তোমার বন্ধ খাঁচা থেকে উড়তে দাও, নাহলে ও তো মরে যাবে। বুকমার্ক করে রাখুন 0Category: কিছুক্ষণ থাকো (২০০৫)« পূর্ববর্তী:« পদ্মাবতীপরবর্তী: »পারো তো ধর্ষর্ণণ করো »
Leave a Reply