১৮৬. স্বয়ংবর সভাগত রাজগণের পরিচয়

১৮৬. স্বয়ংবর সভাগত রাজগণের পরিচয়

ষড়শীত্যধিকশততম অধ্যায়।

ধৃষ্টদ্যুম্ন কহিলেন,-হে ভগিনি! দেখ দুৰ্য্যোধন, দুর্বিসহ, দুর্মুখ, দুধর্ষণ, বিবিংশতি, বিকর্ণ, সহ, দুঃশাসন, যুযুৎসু, বায়ুবেগ, ভীমবেগবর, উগ্ৰায়ুধ, বলাকী, কনকানুঃ, বিরোচন, সুকুণ্ডল, চিত্রসেন, সুবৰ্চাঃ, কনকজ, নক, তুহুণ্ড ও বিকট এবং অন্যান্য মহাবল পরাক্রান্ত ধার্তরাষ্ট্রের কর্ণ সমভিব্যাহারে তোমার নিমিত্ত সমাগত হইয়াছেন। গান্ধাররাজকুমার শকুনি, কৃষক ও বৃহদ্বল এবং মহাবীর অশ্বত্থামা ও ভোজরাজ অলঙ্কত হইয়া তদর্থে আগমন করিয়াছেন। বৃহন্ত, মণিমান, দণ্ডধার, সহদেব, জয়ৎসেন, মেঘসন্ধি, বিরাট ও তৎপুত্র শঙ্খ ও উত্তর, বার্দ্ধক্ষেমি, সুশর্মা, সেনাবিন্দু, সুকেতু ও তংপুত্র সুনাম ও সুবাঃ, সুচিত্র, সুকুমার, বৃক, সতকৃতি, সূৰ্যধ্বজ, রোচমান, নীল, চিত্ৰায়ুধ, অংশুমান, শ্রেণিমান, চেকিতান, সমুদ্রসেনের পুত্র প্রতাপবান চন্দ্রসেন, জলসন্ধ, বিদম্ভ ও তৎপুত্র দণ্ড, পৌণ্ড্র ক, বাসুদেব, ভগদত্ত, কলিঙ্গ, তাম্রলিপ্ত, পত্তনাধিপতি, মদ্ররাজ ও তৎপুত্র শল্য ক্ষঙ্গি, রুক্মরথ, কৌরব্য সোমদত্ত এবং তাঁহার পুত্র ভূরি, ভূরিশ্রবাঃ, শল, সুদক্ষিণ, কাম্বোজ, পৌরব, দৃঢ়বম্বা, বৃহদ্বল, সুষেণ, শিবি, ঔশীনর, পটচ্চর, নিহন্তা, করুষাধিপতি, সঙ্কৰ্ষণ, বসুদেব, রৌক্সিণেয়, শাম্ব, চারুদেষ্ণ, প্রান্তি, গদ, অক্রূর, সাত্যকি, উদ্ধব, কৃতবর্মা, হার্দিক্য, পৃথু, বিপৃথু, বিদূরথ, কঙ্ক, শঙ্কু, গবেষণ, আশাবহ, অনিরুদ্ধ, শমীক, সারিমেজয়, বাতপতি, ঝিল্লীপিণ্ডারক এবং ঊশীনর এই সকল যদুবংশীয় ও ভগীরথ, বৃহৎত্র, সিন্ধুদেশাধিপতি জয়দ্রথ, বৃহদ্রথ, বাহিলক, শ্রুতায়ু, উলূক, কৈতব, চিত্রাঙ্গদ, শুভাঙ্গদ, বৎসরাজ, কোশলাধিপতি, শিশুপাল, জরাসন্ধ, ইঁহারা এবং এতদ্ভিন্ন অন্যান্য নানা জনপদেশ্বরেরা তোমার নিমিত্ত সমাগত হইয়াছেন। ইঁহার ত্বদীয় পাণিগ্রহণার্থ লক্ষ্যভেদ করিবেন, হে ভদ্রে! যিনি এই লক্ষ্য বিদ্ধ করিতে পারিবেন, তুমি তাঁহারই গলদেশে বরমাল্য প্রদান করিও।