প্রচার-প্রচারণা আর গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের মধ্যেই জনসংযোগের কাজ সীমিত নয়, জনসংযোগ হলো প্রতিষ্ঠান ও এর অভীষ্ট জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ-ব্যবস্থাপনা এবং যোগাযোগ অব্যাহত রাখার টেকসই প্রয়াস। জনসংযোগ একটি বিশেষায়িত কাজ, এটি সুষ্ঠু ও দক্ষভাবে সম্পন্ন করার জন্য একজন জনসংযোগকর্মীর প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে।
জনসংযোগকর্মী এম ইমামুল হকের লেখা জনসংযোগ হ্যান্ডবুক ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এবং মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। বইটির লক্ষ্য, করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত জনসংযোগকর্মীদের জনসংযোগ ও যোগাযোগ কর্মকাণ্ড পরিচালনা করতে সাহায্য করা। বইটিতে রয়েছে বাস্তব ও তাৎক্ষণিক ব্যবহারযোগ্য নির্দেশনা। জনসংযোগকর্মীদের পেশাগত চাহিদার কথা মাথায় রেখে এতে সংযোজিত হয়েছে বেশকিছু বিষয় ও কৌশল। আর এ চাহিদা নিরূপণ করা হয়েছে করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত জনসংযোগকর্মী ও গণমাধ্যমে কর্মরত বিভিন্ন গেটকিপারের (সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদক) সঙ্গে আলোচনার ভিত্তিতে। জনসংযোগকর্মীদের পেশাগত ও কৌশলগত চাহিদা মেটাতে এবং একটি শক্তিশালী মিডিয়া সম্পর্ক গড়ে তুলতে বইটি সাহায্য করবে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো।
Leave a Reply