০১৭. কদ্রু ও বিনতার অশ্ব দর্শনে গমন

মায়ের বচন শুনি নাগগণে ভয়।
শীঘ্রগতি গেল যথা উচ্চৈঃশ্রবা হয়।।
তুরঙ্গের পুচ্ছ ছিল ধবল বরণ।
ঢাকিল তাহার বর্ণ যত নাগগণ।।
নিঃশ্বাসেতে কৃষ্ণাঙ্গ হইল উচ্চৈঃশ্রবা।
লুকাইল পূর্ব্বের ধবল-ইন্দুআভা।।
হেথায় বিনতা কদ্রু উঠিয়া প্রভাতে।
ক্রোধযুক্ত গেল দোঁহে তুরঙ্গ দেখিতে।।
পথে যেতে সমুদ্র দেখিল দুইজনে।
পর্ব্বত আকার তাহে জলচরগণে।।
শতেক যোজন কেহ বিংশতি যোজন।
কুম্ভীর-কচ্ছপ-মৎস্য আদি জন্তুগণ।।
হেনমতে কৌতুক দেখিয়া দুইজন।
উচ্চৈঃশ্রবা অশ্ব যথা করিল গমন।।
নিকটেতে গিয়া দোঁহে করে নিরীক্ষণ।
কৃষ্ণবর্ণ দেখে ঘোড়া, অতি সুলক্ষণ।।
দেখিয়া বিনতা হৈল বিষণ্ণ-বদন।
অঙ্গীকার কৈল সপত্নীর দাসীগণ।।