১৩. অভিমন্যু শোকে অর্জ্জুনের বিলাপ

পার্থ মহাবীর,           হইলা অস্থির,
তনয় নিধন শুনি।
হাহা পুত্রবর,           মহা ধনুর্দ্ধর,
বীরগণ চূড়ামণি।।
তোমা বিনা মোর,           ঘর হৈল ঘোর
কি করিব রাজ্যধনে।
আমারে ছাড়িয়া,           গেলে পলাইয়া
দাগা দিয়া মম প্রাণে।।
পুত্র মহাবীর,           কন্দর্প শরীর,
চন্দ্রমুখ পরকাশ।
কটাক্ষ লাবণ্য,           সবে বলে ধন্য,
অমৃত সমান ভাষ।।
কহ নারায়ণ,           স্থির নহে মন,
করিব কোন উপায়।
বিনা অভিমন্যু,           না রাখিব তনু,
দহিছে আমার কায়।।
বলে ধনঞ্জয়,           বিদরে হৃদয়,
বিনা পুত্র অভিমন্যু।
হেন পুত্র বিনে,           রহিব কেমনে,
না রাখিব এই তনু।।
অর্জ্জুনের বাণী,           শুনি চক্রপাণি,
অনেক বিলাপ কৈলা।
মধুর বচনে,           কহিয়া অর্জ্জুনে,
কৃষ্ণ ধরি সান্ত্বাইলা।।
ভারত চরিত,           ব্যাস বিরচিত,
শ্রবণে কলুষ নাশ।
ভারত-সঙ্গীত,           শ্রবণে ললিত,
বিরচিল কাশীদাস।।