সোমক

এক রাজা যাঁর একশত ভার্যা আর জন্তু নামে একটি মাত্র পুত্র ছিল। সোমকরাজ অধিক পুত্র কামনা করলে, তাঁর পুরোহিত বললেন যে, যজ্ঞে ওঁর পুত্র জন্তুকে আহুতি দিলে, ওঁর আরও একশত পুত্র হবে এবং জন্তুও আবার তাঁর মার্তৃগর্ভে এক কনকবর্ণ চিহ্ন নিয়ে জন্ম নেবেন। রাজা সন্মত হলে পুরোহিত জন্তুকে বলি দিয়ে এক যজ্ঞ করলেন। যথাকালে সোমক রাজের শত পুত্র লাভ হল এবং জন্তুও কনক বর্ণ চিহ্ন নিয়ে আবার জন্ম নিলেন। মৃত্যুর পর যজ্ঞকারী সেই পুরোহিতকে নরকে যেতে হল এই যজ্ঞ করার জন্য। সোমক তখন ধর্মরাজকে বললেন যে, ওঁর ইচ্ছাতেই পুরোহিত যজ্ঞ করেছেন – সুতরাং পুরোহিতের পরিবর্তে উনিই নরকবাস করতে চান। শেষে দুজনেই একসঙ্গে নরকাবাস করে পাপক্ষয় হলে সুরলোকে যান।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *