ত্রিগর্ত্তের রাজা। ইনি বিরাট রাজের গোধন হরণ করেছিলেন বলে বিরাটরাজ এঁকে আক্রমণ করেন। দ্বৈরথ যুদ্ধে সুশর্মা বিরাটকে পরাজিত করে বন্দী করলে, যুধিষ্ঠির (পাণ্ডবরা তখন বিরাটরাজের পুরীতে অজ্ঞাতবাস করছিলেন) ভীমকে বললেন বিরাটকে মুক্ত করতে। ভীম সুশর্মার অশ্ব সারথি ইত্যাদি বিনষ্ট করে বিরাটকে মুক্ত করেন ও সুশর্মাকে বন্দী করেন। যুধিষ্ঠিরের অনুগ্রহে সুশর্মা মুক্তি পান।
পূর্ববর্তী:
« সুলভা
« সুলভা
পরবর্তী:
সূর্্যবর্মা »
সূর্্যবর্মা »
Leave a Reply