অপ্সরা অদ্রিকা-র কন্যা। অদ্রিকা যখন শাপগ্রস্থা হয়ে মৎস্যরূপ নিয়েছিলেন, তখন দৈবচক্রে কৃত্রিম ভাবে বসুরাজের ঔরসে তিনি গর্ভবতী হন। এক মৎস্যজীবির হাতে ধরা পরে গর্ভধান করে অদ্রিকা মুক্তি পেয়ে স্বর্গে চলে যান। কন্যা সত্যবতীকে এই মৎস্যজীবি বড় করেন। সত্যবতীর রূপে মুগ্ধ হয়ে পরাশর মুনি একবার সত্যবতীর সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই মিলনের ফলে ব্যাসদেবের জন্ম হয়। কিন্তু পরাশর মুনির আশীর্বাদে সত্যবতীর কুমারীত্ব নষ্ট হয় নি। এর কিছুকাল পরে সত্যবতীর রূপে মোহিত হয়ে মহারাজা শান্তনু তাঁকে বিয়ে করেন। সত্যবতী ও শান্তনুর বিচিত্রবীর্য ও চিত্রাঙ্গদ নামে দুই পুত্র হয়।
পূর্ববর্তী:
« সত্যজিত
« সত্যজিত
পরবর্তী:
সত্যবতী (২) »
সত্যবতী (২) »
Leave a Reply